২৩ এপ্রিল ২০২৫, বুধবার, ০২:৪৩:২৩ অপরাহ্ন
অলমোর গোলে মায়োর্কা বাধা এড়াল বার্সা
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২৫
অলমোর গোলে মায়োর্কা বাধা এড়াল বার্সা

লো ব্লকের বিপক্ষে বার্সেলোনা স্কোয়াডের আর সবার চেয়ে দানি অলমো কতটা কার্যকরী, সেটা নিয়ে বেশ আলোচনা চলছিল কিছুদিন ধরেই। মায়োর্কার বিপক্ষে সেটার প্রমাণ আরও একবার দিলেন অলমো। 


লো ব্লক আর মায়োর্কা গোলরক্ষক লিও রোমানের বিপক্ষে আর সবাই যখন ব্যর্থ হচ্ছিলেন এক এক করে, তখনই দলের সবেধন নীলমণি গোলটা করলেন অলমো। সেই এক গোলেই মঙ্গলবার রাতে মায়োর্কাকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। চলে এসেছে লা লিগা শিরোপার আরও একটু কাছে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখন সাত পয়েন্টে এগিয়ে গেল দলটা।


হানসি ফ্লিকের দল এখন চারটি শিরোপা জয়ের লড়াইয়ে আছে। দলের বেশ কয়েকজন মূল খেলোয়াড়কে তাই বিশ্রাম দেন কোচ। বার্সার পরের ম্যাচটাই যেহেতু রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রে ফাইনাল। দলে চোট সমস্যাও ছিল বৈকি। রবার্ট লেভান্ডভস্কি চোটের কারণে নেই দলে। অক্টোবরের পর প্রথমবার মূল একাদশে সুযোগ পান আনসু ফাতি। লেভার জায়গায় ফরোয়ার্ডের ভূমিকায় খেলেন ফেরান তরেস। বাম দিকে খেলেন হেক্টর ফর্ত।


প্রথমার্ধে একের পর এক সুযোগ তৈরি করেও গোল পায়নি বার্সেলোনা। গাভির শট পোস্টে লেগে ফেরে। অলমোর পাস থেকে তরেস গোল মিস করেন। ফাতির শটও অল্পের জন্য পোস্ট মিস করে। লামিন ইয়ামালের শট ঠেকান মায়োর্কার গোলকিপার লিও রোমান। ফর্তের শট ব্লক করে রক্ষা পায় অতিথিরা।


ফাতি খুব কাছ থেকে শট নিয়েও লক্ষ্যভ্রষ্ট করেন। এরপর মায়োর্কার হয়ে মাতেউ মোরে গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়।


দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন অলমো। বক্সে বল পান যখন তিনি, তার সামনে গোলরক্ষক রোমান তো বটেই, মায়োর্কা রক্ষণেরও আরও ২ খেলোয়াড় দাঁড়িয়ে। দারুণ এক ডজে সবাইকে বোকা বানান অলমো, এরপর নিচু শটে বলটা দূরের পোস্টে পাঠান তিনি। এরপর আবার ফাতি গোলের সুযোগ পেলেও রোমান তার শট ঠেকান। শেষ দিকে রাফিনহা ও ফারমিন লোপেজকে নামান ফ্লিক।


পেদ্রির পাস থেকে ইয়ামাল গোল করতে পারতেন, কিন্তু ফের রোমানের দুর্দান্ত সেভ। এর পরের মিনিটে এরিক গার্সিয়ার হেড ঠেকিয়ে দেন তিনি। লোপেজের একটি ডিফ্লেক্টেড শটও অসাধারণভাবে বাঁচান। এ ছিল তার দশম সেভ। বার্সা পুরো ম্যাচে শট নিয়েছে ৪০টি, চলতি শতাব্দিতে এত শট নেওয়ার রেকর্ড আর আছে মোটে একটি।


শেয়ার করুন