২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ০৩:০৭:৪০ অপরাহ্ন
পারভেজ হত্যা মামলায় গ্রেফতার আরও একজন
  • আপডেট করা হয়েছে : ২৪-০৪-২০২৫
পারভেজ হত্যা মামলায় গ্রেফতার আরও একজন

রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় মামলার এজাহারনামীয় আরও একজনকে গ্রেফতার করেছে ডিএমপির থানা পুলিশ।


বুধবার (২৩ এপ্রিল) সকালে চট্টগ্রামের হালিশহর থানার আজাদ টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতের নাম মোঃ মাহাথির হাসান (২০)। তিনি এই মামলার তিন নম্বর এজাহারনামীয় আসামি।


মুহাম্মদ তালেবুর জানান, রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার পরপরই ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে ২১ এপ্রিল রাত সোয়া ১২টায় মহাখালী ওয়ারলেস গেট এলাকাসহ আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে মোঃ আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯) নামের তিনজনকে গ্রেফতার করা হয়।


তিনি আরও জানান, মাহাথিরসহ পারভেজ হত্যা মামলায় এ নিয়ে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে দুপুরে এই মামলার প্রধান আসামি মেহরাজ ইসলাম (২০)কে গ্র্রেফতারের কথা জানায় র‌্যাব।


শেয়ার করুন