৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ০২:৪৯:২৯ পূর্বাহ্ন
আবারও গুলি ছুড়ল মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায়
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২৫
আবারও গুলি ছুড়ল মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায়

রাজধানীর মোহাম্মদপুরে মনির আহম্মেদ নামে ব্যবসায়ীর বাসায় ঢুকে আবার গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। সোমবার (২৮ এপ্রিল) দুপুর ২টায় একই জায়গায় আবার গুলির ছোড়ার ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে মহল্লাবাসীর মধ্যে।


‎জানা যায়, সোমবার দুপুর দুইটা ২০ মিনিটে একটি লাল রঙের পালসার ব্রান্ডের মোটরসাইকেলে করে হেলমেট পড়া দুইজন লোক আসে। তারা মোটরসাইকেল থেকে নেমেই দারোয়ানের ওপর গুলি করতে গেলে দারোয়ান দৌড়ে বাড়ির ভেতর চলে যায়। তখন দারোয়ানকে লক্ষ্য করে পিছন থেকে সন্ত্রাসী এক রাউন্ড গুলি করে দ্রুত মোটরসাইকেল ওঠে পালিয়ে যায়। এ ঘটনার পর ঘটনাস্থল ও পুরো এলাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।


ব্যবসায়ী মনির আহম্মেদ বলেন, শীর্ষ সন্ত্রাসী ক্যাপ্টেন ইমনের নামে মোবাইলে ফোনে চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে বিভিন্নরকমের হুমকি-ধমকিও দেওয়া হয়েছিল। পরে টাকা না দেওয়ায় গত ২৪ মার্চ ইমনের সহযোগী জসিমের লোকজন কয়েক রাউন্ড গুলি করে। আজকের ঘটনায়ও একই গ্রুপের লোক জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তবে এসময়ের মধ্যে কোনও ফোন বা হুমকি ছিল না বলেও জানান তিনি।


এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার জানান, ঘটনা দেখে মনে হচ্ছে আগে যারা ঘটনা ঘটিয়েছিল তারাই হয়তো আবারও একই ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল শনাক্তসহ জড়িতদের শনাক্তে কাজ চলছে।


শেয়ার করুন