০৬ মে ২০২৫, মঙ্গলবার, ০৩:১২:৩৯ পূর্বাহ্ন
‘জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিয়েই ফেললেন লিভারপুল ডিফেন্ডার
  • আপডেট করা হয়েছে : ০৫-০৫-২০২৫
‘জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিয়েই ফেললেন লিভারপুল ডিফেন্ডার

লিভারপুল ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের ক্লাব ছাড়ার গুঞ্জন বেশ ডালপালা মেলেছিল। প্রিমিয়ার লিগ ছেড়ে লা লিগায় নজর তার, এমন কথাও শোনা গিয়েছিল। অবশেষে সেসব গুঞ্জনের সত্যতা নিশ্চিত করলেন লিভারপুলের এই ইংলিশ ফুলব্যাক।


সোমবার (৫ মে) সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে অ্যালেক্সান্ডার-আর্নল্ড, ‘লিভারপুল ফুটবল ক্লাবে ২০ বছর থাকার পর এটা নিশ্চিত করার সময় এসেছে যে, আমি মৌসুম শেষে চলে যাব। এটি আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।’


চলতি মৌসুম দিয়েই লিভারপুলের সঙ্গে অ্যালেক্সান্ডার-আর্নল্ডের চুক্তির মেয়াদ ফুরাবে। ইংলিশ ক্লাবটির সঙ্গে নতুন কোনো চুক্তিতে যাচ্ছেন না তিনি। ইউরোপীয় সংবাদমাধ্যমে জোর গুঞ্জন, ফ্রি এজেন্ট হিসেবে রিয়ালে যোগ দেওয়ার জন্যই শৈশবের ক্লাবকেই বিদায় বলছেন তিনি।


লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়ে সমর্থকদের উদ্দেশে এই ডিফেন্ডার লিখেছেন, ‘আমি জানি আপনারা অনেকেই হয়তো ভেবেছেন বা হতাশ হয়েছেন যে আমি কেন এ বিষয়ে এখনো কিছু বলিনি। আসলে আমার লক্ষ্য ছিল দলের সর্বোত্তম স্বার্থের ওপর আমার পূর্ণ মনোযোগ দেওয়া।’


বিদায়বেলায় শৈশবের ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অ্যালেক্সান্ডার-আর্নল্ড, ‘২০ বছর ধরে এই ক্লাবই আমার জীবনের সব, আমার পুরো পৃথিবী। অ্যাকাডেমি থেকে শুরু করে এখন পর্যন্ত, ক্লাবের ভেতরে ও বাইরের সবার কাছ থেকে আমি যে সমর্থন ও ভালোবাসা পেয়েছি, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আমি আপনাদের সবার কাছে চিরকাল ঋণী থাকব।’


প্রসঙ্গত, ২০০৪ সালে মাত্র ৬ বছর বয়সে লিভারপুল অ্যাকাডেমিতে নাম লেখান অ্যালেক্সান্ডার-আর্নল্ড। এরপর ক্লাবটির বিভিন্ন পর্যায়ের বয়সভিত্তিক দলে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে ২০১৬ সালে ডাক পান মূল দলে।


ইয়ুর্গেন ক্লপের অধীনে লিভারপুলের রক্ষণভাগে নিয়মিত হন অ্যালেক্সান্ডার-আর্নল্ড। ২০১৮-১৯ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে তার সেই বুদ্ধিদীপ্ত কর্নার কিক এখনো অলরেড সমর্থকদের চোখে ভাসে।


লিভারপুল মূল দলের হয়ে এখন পর্যন্ত ৩৫২ ম্যাচ খেলেছেন অ্যালেক্সান্ডার-আর্নল্ড। গোল করেছেন ২৩টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৯২টি। ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপসহ জিতেছেন আটটি ট্রফি।


শেয়ার করুন