ইন্দো-প্যাসিফিকের একটি ঘাঁটিতে মার্কিন সেনাবাহিনী তাদের বি-২ বোমারু বিমানের পরিবর্তে বি-৫২ বোমারু বিমান মোতায়েন করা হচ্ছে। সোমবার (১২ মে) মার্কিন কর্মকর্তারা ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
ইয়েমেনে মার্কিন বোমা হামলা এবং ইরানের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পেন্টাগন মার্চ মাসে ভারত মহাসাগরের ডিয়াগো গার্সিয়া দ্বীপে অবস্থিত একটি মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ছয়টি বি-২ বোমারু বিমান মোতায়েন করে।
বিশেষজ্ঞরা বলছেন, স্টিলথ প্রযুক্তিবিশিষ্ট বি-২ বিমান সবচেয়ে ভারী মার্কিন বোমা এবং পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম, মধ্যপ্রাচ্যে অভিযান চালানোর মতো অবস্থানে পৌঁছেছে।
নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানিয়েছেন, বি-২ বোমারু বিমানের পরিবর্তে বি-৫২ বোমারু বিমান ব্যবহার করা হচ্ছে।
নীতিগত বিষয় হিসেবে বল প্রয়োগের অবস্থান পরিবর্তনের বিষয়ে কোনও মন্তব্য করেনি পেন্টাগন।
তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ নিরসনের জন্য ইরান ও মার্কিন আলোচকদের মধ্যে নতুন আলোচনা রোববার ওমানে শেষ হয়েছে। আগামীতেও কয়েক দফা আলোচনার পরিকল্পনা রয়েছে।
রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে চতুর্থ দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিকরা আলোচনায় ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে আসা ট্রাম্প তেহরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রচারণা পুনঃস্থাপন করেছেন।
এছাড়া, ট্রাম্প গত সপ্তাহে ঘোষণা করেন, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর হামলা বন্ধের চুক্তিতে পৌঁছেছেন। ইরান-সমর্থিত এ গোষ্ঠীর ওপর হামলা চালানোর জন্য বি-২ বোমারু বিমান ব্যবহার করা হয়েছিল।