ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনার মোহনগঞ্জগামী আন্তঃনগর ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন যাত্রাপথে দুর্ঘটনার শিকার হয়েছে। সংযোগ হুক ভেঙে যাওয়ায় বগি রেখেই ইঞ্জিন চলে গেছে অন্য স্টেশনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার সন্ধ্যা ৮টার দিকে নেত্রকোনার শ্যামগঞ্জ স্টেশন থেকে ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশে ছাড়ার পর চলিশা এলাকায় এ ঘটনা ঘটে। একটি বগিসহ নেত্রকোনা স্টেশনে গিয়ে পৌঁছায়।
নেত্রকোনা বড় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুলাহ আল মামুন বলেন, ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ চলিশা এলাকায় আসার পর বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে একটি বগিসহ ইঞ্জিনটি নেত্রকোনা বড় স্টেশনে চলে আসে। আর বাকি বগিগুলো চলিশা এলাকায় রেল সেতুতে থেকে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনটি উদ্ধারে ময়মনসিংহ থেকে একটি ইঞ্জিন বগিগুলো নিয়ে যায়।
এদিকে এমন ঘটনার পর ঢাকা থেকে আসা নেত্রকোনা বারহাট্টা ও মোহনগঞ্জগামী যাত্রীরা বেশ বিপাকে পড়েন। যাত্রীরা ট্রেন থেকে নেমে বাস ও অন্যান্য যানবাহনে গন্তব্যে রওনা হয়েছেন।