১৮ মে ২০২৫, রবিবার, ১১:৩১:০৩ অপরাহ্ন
লাহোরের শোভা সাকিব, দিল্লির মোস্তাফিজ
  • আপডেট করা হয়েছে : ১৮-০৫-২০২৫
লাহোরের শোভা সাকিব, দিল্লির মোস্তাফিজ

শারজায় শনিবার রাতে বাংলাদেশ-আরব আমিরাত দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলেছে। এই ম্যাচ শেষে আজ ভারতে উড়াল দেবেন মোস্তাফিজুর রহমান।


আইপিএলের গ্রুপপর্বে নিজেদের শেষ তিন ম্যাচের জন্য মোস্তাফিজকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে আজ ভারতে পৌঁছে রাতে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে দিল্লির একাদশে এই বাংলাদেশি বাঁ-হাতি পেসার থাকবেন কি না, তা রাত ৮টায় শুরু ম্যাচেই জানা যাবে।


এদিকে আজ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামতে পারেন সাকিব আল হাসান। পেশোয়ার জালমির বিপক্ষে রাওয়ালপিন্ডিতে সাকিবের দল লাহোর মাঠে নামবে বাংলাদেশ সময় রাত ৯টায়। 



লাহোর এই ম্যাচ জিতলে প্লে-অফে জায়গা করে নেবে। হারলে বিদায়। সেক্ষেত্রে পিএসএলে সাকিবকে দেখা যেতে পারে শুধু এই একটি ম্যাচে।


জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাকিব দেশের বাইরে রয়েছেন। শনিবার সকালে যুক্তরাষ্ট্র থেকে এই বাঁ-হাতি অলরাউন্ডার পাকিস্তানে এসে পৌঁছেন।


সাকিব শেষবার কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ খেলেছিলেন গত বছর ৩০ নভেম্বর। আবুধাবি টি-টেনে খেলেছিলেন বাংলা টাইগার্সের হয়ে। 


মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের বাকি আর তিনটি ম্যাচ। এই তিন ম্যাচের জন্যই বিসিবি বাঁ-হাতি পেসারকে অনাপত্তিপত্র দিয়েছে।


আজ গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে তিনি যদি সুযোগ না পান, তাহলে ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্স এবং ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে গ্রুপপর্বে দিল্লির শেষ দুটি ম্যাচ থাকবে মোস্তাফিজের হাতে। বিসিবি তাকে অনাপত্তিপত্র দিয়েছে ২৪ মে পর্যন্ত।  


তাই দিল্লি প্লে-অফে উঠলে খেলতে পারবেন না মোস্তাফিজ। তবে দিল্লি চাইলে বিসিবি হয়তো অনাপত্তিপত্রের মেয়াদ বাড়াতে পারে।


শেয়ার করুন