আগামী মাসে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। সফরে এসে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০, ২২ ও ২৪ জুলাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিবে।
আসন্ন ঢাকা সফরে দলটির তারকা তিন ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও তারকা পেস বোলার শাহিন শাহ আফ্রিদির আসার সম্ভাবনা কম।
দ্য নিউজের প্রতিবেদন অনুসারে, পাকিস্তান দল পরপর দুটি টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ সফর করবে।
জুলাইয়ের প্রথম সপ্তাহে দল ঘোষণার কথা রয়েছে, ৮ জুলাই করাচিতে একটি সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ শিবির শুরু হওয়ার আগে। দ্বৈত সফরের জন্য নির্বাচিত খেলোয়াড়রা ৭ জুলাই একত্রিত হবেন। প্রধান কোচ মাইক হেসন, বর্তমানে নিউজিল্যান্ডে, প্রস্তুতি তদারকি করার জন্য ৫ জুলাইয়ের মধ্যে দেশে ফিরে আসবেন।
পিসিবির নির্বাচন কমিটির ঘনিষ্ঠ সূত্র মতে, নির্বাচকরা এই পর্যায়ে বাবর বা রিজওয়ানকে ফিরিয়ে আনতে আগ্রহী বলে মনে হচ্ছে না, এমনকি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শাহিন শাহের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বাংলাদেশ সফরে সালমান আলী আগা অধিনায়ক হিসেবে থাকবেন, টপ অর্ডারে থাকবেন ফখর জামান, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিসের মতো তারকা।