২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১০:৫২:৫৫ অপরাহ্ন
গভীর রাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২৫
গভীর রাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত

ভারতের মণিপুরের চুড়াচাঁদপুরের কাছে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যার প্রভাব পড়েছে ঢাকাসহ এর আশপাশের বিভিন্ন এলাকায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


মঙ্গলবার (২৭ মে) দিবাগত মধ্যরাত ২টা ২৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়।


ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলের ৩৯ কিলোমিটার (২৪ মাইল) দূরে বুধবার (২৮ মে) মধ্যরাত ১টা ৫৪ মিনিটে (বাংলাদেশ সময় ২টা ২৪মিনিট) ৫ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।


ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৪৭ কিলোমিটার (২৯ মাইল) অগভীর, যার কারণে কম্পন বিস্তৃত এলাকাজুড়ে জোরালোভাবে অনুভূত হয়।


ওয়েবসাইটটি আরো জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল অগভীর হওয়ায় একই মাত্রার গভীর ভূমিকম্পের চেয়ে ভূপৃষ্ঠের কাছাকাছি এর প্রভাব বেশি ছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


শেয়ার করুন