১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ০৮:৫৮:১২ অপরাহ্ন
রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত
  • আপডেট করা হয়েছে : ২৩-০৫-২০২২
রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ওই ব্যক্তির নাম অহেদুজজামান (৪০)। তিনি নগরীর মতিহার থানার বুধপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে। এর আগে ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে তিনি নগরীর পদ্মা আবাসিক এলাকায় মাদারবক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজের উত্তরের একটি বিল্ডিং এর ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।



নগরীর চন্দ্রিমা থানা পুলিশ জানায়, আহত অহেদুজ্জামানকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্য়ায় তিনি মারা যান। পরে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। নিহত অহেদুজ্জামান ওই ভবন নির্মাণের কাজ করছিলেন।

শেয়ার করুন