২০ জুলাই ২০২৫, রবিবার, ০২:৪৩:৫০ অপরাহ্ন
মেসির আবারও জোড়া গোল, রেড বুলসকে উড়িয়ে দিল মায়ামি
  • আপডেট করা হয়েছে : ২০-০৭-২০২৫
মেসির আবারও জোড়া গোল, রেড বুলসকে উড়িয়ে দিল মায়ামি

৩৮ বছর বয়সী লিওনেল মেসির দারুণ পারফরম্যান্সে নিউইয়র্ক রেড বুলসের মাঠে ৫-১ গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি। মেসি নিজে দুই গোল করার পাশাপাশি আরো দুই গোলে রেখেছেন সরাসরি ভূমিকা। এছাড়া ম্যাচে দুই গোল করেছেন ভেনেজুয়েলান তরুণ তারকা তেলাস্কো সেগোভিয়াও।


ম্যাচের শুরুতেই রেড বুলস স্বাগতিক সুবিধা কাজে লাগিয়ে এগিয়ে যায় আলেকজান্ডার হাকের গোলে।


তবে সেই উদযাপন বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৪তম মিনিটে ম্যাচে সমতায় ফেরে মায়ামি। মেসির দুর্দান্ত থ্রু পাস থেকে বাঁ পায়ের দৃষ্টিনন্দন শটে গোলটি করেন সাবেক বার্সা ডিফেন্ডার।

এর কিছু পরেই আবারও মেসির পাস থেকে বল পেয়ে আলবা বল বাড়ান তেলাস্কো সেগোভিয়ার কাছে।


স্কোরলাইন ২-১ করেন ভেনেজুয়েলান মিডফিল্ডার। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আরো একবার গোল করেন সেগোভিয়া। ফলে বিরতিতে ৩-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় মায়ামি।

দ্বিতীয়ার্ধে গোল উৎসবের মঞ্চে নামেন মেসি নিজেই।


৬০তম মিনিটে বুসকেটসের পাস থেকে নিচু শটে বল পাঠান পোস্টের বাঁদিকে। ম্যাচের ৮৫তম মিনিটে লুইস সুয়ারেজের পাস পেয়ে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা।

গত সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই জোড়া গোল করেছেন মেসি। এ জয়ের ফলে ইন্টার মায়ামি এখন ইস্টার্ন কনফারেন্সের পঞ্চম স্থানে রয়েছে। শীর্ষে থাকা দলের থেকে মাত্র ছয় পয়েন্ট পেছনে এবং হাতে আছে আরো তিনটি ম্যাচ।


শেয়ার করুন