০২ অগাস্ট ২০২৫, শনিবার, ০৮:৪৮:৫৫ অপরাহ্ন
খাবার নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১২ ফিলিস্তিনি নিহত
  • আপডেট করা হয়েছে : ০২-০৮-২০২৫
খাবার নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১২ ফিলিস্তিনি নিহত

গাজা সিটির দক্ষিণে খাদ্য সহায়তার আশায় জড়ো হওয়া মানুষের ভিড় লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত হন।


আল জাজিরা আরবির খবরে জানা গেছে, শনিবার ভোরে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় আরো প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে রয়েছে মধ্য গাজার আজ-জাওয়াইদা শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আল-আকসা শহীদ হাসপাতালের একটি সূত্র জানিয়েছে।


আজ-জাওয়াইদার পশ্চিমাংশে আরো একটি বিমান হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে বাস্তুচ্যুতদের একটি শিবিরে ইসরায়েলি বিমান হামলায় আরো তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নাসের হাসপাতালের একটি সূত্র জানিয়েছে।

 

এদিকে, আল জাজিরা আরবির প্রতিবেদক গাজার পরিস্থিতিকে ‘রক্তাক্ত শুক্রবার’ হিসেবে বর্ণনা করেছেন, যেখানে একদিনেই ইসরায়েলি হামলায় ১০৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।


শেয়ার করুন