১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৫:২০:১৬ অপরাহ্ন
রাসিক নির্বাচনে প্রথম ভোট দেবেন ৩০ হাজার তরুণ-তরুণী
  • আপডেট করা হয়েছে : ২৬-০৪-২০২৩
রাসিক নির্বাচনে প্রথম ভোট দেবেন ৩০ হাজার তরুণ-তরুণী

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ৩০ হাজার ১৫৭ জন তরুণ-তরুণী প্রথম ভোট দিবেন। বুধবার রাজশাহী জেলা নির্বাচন অফিসার মো. আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

রাজশাহী জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীতে এবার ৩ লক্ষ ৫২ হাজার ১৫৭ জন ভোটার ভোট দিবেন। এরমধ্যে নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ৭১ হাজার ১৮৫ জন এবং নারী ১ লক্ষ ৮০ হাজার ৯৭২ জন। এর মধ্যে ৩০ হাজার ১৫৭ জন তরুণ-তরুণী প্রথম ভোট দিবেন। গত বছর ভোটার সংখ্যা ছিলো ৩ লাখ ২২ হাজার। এবার সম্ভাব্য ১৫২ টি ভোটকেন্দ্রের ১১৭৩ টি কক্ষে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে নির্বাচন কমিশনও প্রস্তুতি শুরু করেছে। সম্ভাব্য ২১ মে নমিনেশন দেয়া শুরু হবে। ২৩ মে মনোনয়ন দাখিলের শেষ সময়। এছাড়া ২ জুন প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপর প্রকাশ্যে উৎসব মূখর প্রচারণায় নামবেন মেয়র ও কাউন্সিলরসহ পদপ্রার্থীরা।

রাজশাহী জেলা নির্বাচন অফিসার মো. আবুল হোসেন বলেন, নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা প্রস্তুতি শুরু করেছেন। এই নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিতে আমরা আন্তরিক। তবে কোন দল যদি নির্বাচনে না আসে সেটা তাদের ব্যাপার। আমরা নিয়ম অনুযায়ী নির্বাচনের আয়োজন করবো।

এদিকে পবিত্র ঈদুল ফিতরের আগে থেকে নিরব প্রচারণায় নেমেছেন মনোনয়ন প্রত্যাশীরা। সভা, সমাবেশ, মতবিনিময়ের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ ভোটের আগে নেতা-কর্মীদের সংগঠিত করছেন। সিটি করপোরেশনের ৩০ ওয়ার্ডের কাউন্সিলরাও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নিরব প্রচারণা চালাচ্ছেন। রাজশাহীতে এবার মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান রাসিক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।

গত ২০১৮ সালের ৩০ জুলাই অনুষ্ঠিত সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন মোসাদ্দেক হোসেন বুলবুল। এই নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রর্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ১ লাখ ৬৫ হাজার ৩৩২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। এর আগে ২০১৩ সালের ১৫ জুনের সিটি নির্বাচনে আনারস প্রতীকে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে বুলবুল ১ লাখ ৩৮ হাজার ৫৮ ভোট পেয়ে রাজশাহী সিটির মেয়র হন।

শেয়ার করুন