দেশের পাঁচ বিভাগে অতিভারি বর্ষণের শঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি জানিয়েছে সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে গতকাল রবিবার দুপুর ২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতিভারি (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
এদিকে আজ দুপুরের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ৯ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সংস্থাটি বলছে, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।