ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, ‘দেশের মানুষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের সংশয়ের অবসান ঘটেছে। প্রধান উপদেষ্টা আজকে যে ঘোষণা দিয়েছেন এটা মনে করি ইতিবাচক ঘোষণা।’
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী রমজানের আগে ফেব্রুয়ারি মাসে যেন জাতীয় নির্বাচন আয়োজন করা হয়, এজন্য নির্বাচন কমিশনকে চিঠি দিবেন বলে জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে জানিয়েছেন।
তার ওই বক্তব্যের প্রেক্ষিতে সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল বলেন, ‘প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে যে দোদুল্যমান অবস্থা ছিল তার অবসান হবে বলে মনে করি। এর মাধ্যমে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের প্রস্তুতি নিতে সহায়ক হবে। এই ঘোষণাকে ইতিবাচকভাবে স্বাগত জানাই। এতদিন দেশের মানুষের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংশয় ছিল, নির্বাচন হবে কিনা, এই ঘোষণার মধ্য দিয়ে সেই অবস্থার অবসান ঘটল।
’
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের এই প্রথম সহসভাপতি বলেন, ‘আমরা মনে করি জাতি আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পারবে। অতীতের মতো ভোট যেন এদিক-ওদিক না হয়, মানুষ যেন তাদের নিজের ভোট নিজে দিতে পারে সেটা সরকার এবং প্রশাসনকে নিশ্চিত করতে হবে।’