দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হচ্ছে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দর বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ হয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা।
এছাড়া—
• ২১ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে ১৩৯৯ টাকা, নতুন দাম ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা।
• ১৮ ক্যারেট স্বর্ণে বেড়েছে ১১৫৭ টাকা, নতুন দর ১ লাখ ৪৩ হাজার ৮২৯ টাকা।
• সনাতন পদ্ধতির স্বর্ণে বেড়েছে ১০১৫ টাকা, নতুন দাম ১ লাখ ১৯ হাজার ৪৩ টাকা।
উল্লেখ্য, এর আগেও গত ২৭ আগস্ট ও ৩১ আগস্ট স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।
চলমান আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও স্থানীয় চাহিদা অনুযায়ী স্বর্ণের দাম বারবার সমন্বয় করছে বাজুস।