১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৪:৩৪:২০ অপরাহ্ন
কুষ্টিয়ায় ট্রেনে কেটে দুই শিক্ষার্থীর মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ০৪-০৯-২০২২
কুষ্টিয়ায় ট্রেনে কেটে দুই শিক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে দশম শ্রেণীর দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ২ টা ৩০ মিনিটের সময় মিরপুর রেলওয়ে স্টেশনের অদূরে জিকে খালের ব্রিজের উপর এ ঘটনাটি ঘটে। নিহতরা হলো, মিরপুর বর্ডার গার্ড এন্ড পাবলিক হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র নাঈম হোসেন ও মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ঋতু খাতুন।

নাঈম মিরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের নওপাড়া মহল্লার আজিজের ছেলে। ঋতু মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে।

প্রত্যক্ষদর্শী জানান, তিন শিক্ষার্থী মিরপুর তহ বাজারের রাজু মাস্টারের কোচিং সেন্টারে যাচ্ছিল।

পথে জিকে খালের রেল ব্রিজ পার হতে গেলে পিছন দিক থেকে আসা রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু ঘটে। তবে অপর শিক্ষার্থী ট্রেন আসার বিষয়টি আগে থেকে টের পেয়ে খালের পানিতে লাফ দিয়ে রাম রক্ষা করে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পোড়াদহ রেলওয়ে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।

শেয়ার করুন