১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:৪১:১৫ পূর্বাহ্ন
রাজশাহীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্যাপন
  • আপডেট করা হয়েছে : ০৮-০৯-২০২২
রাজশাহীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্যাপন

রাজশাহী সরকারি মহিলা কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় “আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২২” পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে র‌্যালি কলেজের সুবর্ণজয়ন্তী চত্ত্বর থেকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজের শহীদ মিনার চত্ত্বরে শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফের ড. নাজনীন সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা এবং আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২২ উদ্যাপন কমিটির আহ্বায়ক তোফিকুল ইসলাম।

পরে আলোচনা সভায় বক্তব্য উপস্থাপন করেন প্রফেসর ড. আকতারুজ্জামান শেখ বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, জনাব মু. কামাল হোসেন, সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ, জনাব জান্নাতুল ফেরদৌস, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জনাব মোসাঃ ফারহানা বেগম, সহকারী অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, জনাব জলি রাণী বর্মন, প্রভাষক, প্রাণিবিজ্ঞান বিভাগ।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য: প্রেক্ষিত বাংলাদেশ’ শিরোনামে রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

শেয়ার করুন