০৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ০২:৫৫:২৭ অপরাহ্ন
রাজশাহীতে জমা পড়েছে ৯ মামলার অভিযোগপত্র
  • আপডেট করা হয়েছে : ০৪-০৯-২০২৫
রাজশাহীতে জমা পড়েছে ৯ মামলার অভিযোগপত্র

রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থানের ৯ মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। অভিযোগপত্রে সাকিব আনজুম ও আলী রায়হান হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, রাজশাহীর সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ২৪৪ জনকে আসামি রাখা হয়েছে। এছাড়া হামলার অন্য সাতটি মামলায় অভিযুক্ত করা হয়েছে আরও ২৮৫ জনকে।


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, তদন্ত শেষে গত দুদিনে আদালতে ৯টি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে।

গত বছরের ৫ আগস্ট রাজশাহী মহানগরীর কল্পনা হল মোড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া খেয়ে শাহ মখদুম কলেজের পাশের একটি বাড়িতে আশ্রয় নেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিব আনজুম। সেখানেই তাঁকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর বাবা মাইনুল ইসলাম ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে গত বছরের ২৩ আগস্ট বোয়ালিয়া থানায় হত্যা মামলা করেন। এ মামলার অভিযোগপত্রে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, খায়রুজ্জামান লিটনসহ ১১৭ জনকে আসামি করা হয়।


এছাড়া পুঠিয়ার শীলমাড়িয়া এলাকায় সংঘর্ষ চলাকালে কল্পনার মোড়ে গুলিবিদ্ধ হয়ে আলী রায়হান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ১৯ আগস্ট আলী রায়হানের ছোট ভাই রানা ইসলাম বাদী হয়ে বোয়ালিয়া থানায় ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও এক হাজার ২০০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। 

সূত্রঃ সমকাল


শেয়ার করুন