১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:৩৬:৫৩ পূর্বাহ্ন
রাজশাহী মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত ৪০ জন ভর্তি
  • আপডেট করা হয়েছে : ১৩-১০-২০২২
রাজশাহী মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত ৪০ জন ভর্তি

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগির সংখ্যা। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৪০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। যাদের মধ্যে ১২ জন গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি জানান, রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া ৪০ রোগীর মধ্যে ৩৬ জন রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন।

তিনি জানান, আক্রান্ত হওয়ার পর তারা রামেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন বলে জানান তিনি।

তিনি বলেন, গত ১৪ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত এ হাসপাতালে মোট ১৭৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগি ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজন মারা গেছেন। আর ১৩৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।

ডেঙ্গু আক্রান্ত রোগী ও তাদের স্বজনরা বলেন, পাবনা ঈশ্বরদীর রুপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে জায়গায় জায়গায় পানি জমে থাকায় সেখানে ডেঙ্গু মশার বিস্তার ঘটছে। এ কারণে সেখানে কর্মরত অনেক শ্রমিক কাজে গিয়ে আক্রান্ত হচ্ছে।

শেয়ার করুন