নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের পরিসংখ্যান মোটেই সুখকর নয়। মোট ৩৪টি ম্যাচে মাউন্ট মঙ্গানুইতে ঐতিহাসিক টেস্ট জয় ছাড়া বাকি সব ম্যাচে হেরেছে বাংলাদেশ।
আর সাত টি-টোয়েন্টির সবগুলোতেই হেরেছে দল। একশ’র নিচে দুবার অলআউট হওয়ার লজ্জাও রয়েছে কিউইদের মাঠে।
গত বছর অকল্যান্ডে কিউইদের বিপক্ষে ৭৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
সেই লজ্জার ব্যাটিংয়ের ক্ষত নিয়েই আজ আবার নিউজিল্যান্ডের মাটি ক্রাইস্টচার্চে কেইন উইলিয়ামসনদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
ক্লান্তির কারণে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে না খেলা সাকিব আল হাসান আজ দলে ফিরেছেন। ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে।
টসভাগ্য সহায় হয়নি সাকিবের পক্ষে। আর টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক করার কেন উইলিয়ামসন।