১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০২:২৫:২৫ অপরাহ্ন
একতা এক্সপ্রেসের ২০০ যাত্রীকে জরিমানা করলেন জিএম
  • আপডেট করা হয়েছে : ১১-১০-২০২২
একতা এক্সপ্রেসের ২০০ যাত্রীকে জরিমানা করলেন জিএম

পঞ্চগড়-ঢাকা রুটের একতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে বিনাটিকিটের ২০০ যাত্রীকে জরিমানা করা হয়েছে। রোববার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। এ সময় ২০০ যাত্রীর কাছ থেকে টিকিটের মূল্য ও জরিমানাসহ মোট ৭৫ হাজার ৩২০ টাকা আদায় করা হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার নিজেই এ অভিযান চালান। তিনি জানান, রাতে তিনি পার্বতীপুর স্টেশন থেকে অভিযান শুরু করেন। সোমবার ভোর ৫টার দিকে ট্রেনটি উল্লাপাড়া স্টেশনে পৌঁছে। দীর্ঘ এই যাত্রাপথে তিনি ট্রেনটির বিভিন্ন কামরায় বিনাটিকিটের যাত্রীদের শনাক্ত করে টিকিটের মূল্য ও জরিমানা আদায় করেন।

তিনি আরও জানান, নানা কায়দায় যাত্রীদের অনেকেই টিকিট না কেটে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিলেন। টিকিট দেখতে চাইলে একজন মোবাইলে দূর থেকে একটি টিকিট দেখান। সন্দেহ হওয়ায় কাছে নিয়ে দেখেন, ওই টিকিটটি একদিন আগের। চালাকি করায় ওই যাত্রীকে বেশ বড় অংকের অর্থ জরিমানা করা হয়। সবমিলিয়ে ২০০ যাত্রীকে এ দিন জরিমানা গুনতে হয়েছে। জরিমানা ও ভাড়া বাবদ আদায় হয়েছে ৭৫ হাজার ৩২০ টাকা।

এসব টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলেও জানান পশ্চিম রেলওয়ের এই শীর্ষ কর্মকর্তা।

শেয়ার করুন