১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:৩৮:২১ পূর্বাহ্ন
বাংলাদেশের নারীদের উদ্দেশে যা বললেন নোরা ফাতেহি
  • আপডেট করা হয়েছে : ১৯-১১-২০২২
বাংলাদেশের নারীদের উদ্দেশে যা বললেন নোরা ফাতেহি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার (১৮ নভেম্বর) বাংলাদেশে এসে ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২২’-এ অংশ নেন বলিউডের আলোচিত অভিনেত্রী নোরা ফাতেহি। এদিন দুপুর ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই অভিনেত্রী। রাতে অংশ নেন উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত অনুষ্ঠানে।

জানা যায়, রাত ৯টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার গল্পগুচ্ছের মঞ্চে ওঠেন নোরা ফাতেহি। শুরুতেই তিনি বলেন, ‘শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা, ঢাকায় এসে আমার খুবই ভালো লাগছে। এটা আমার দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফর। আমি খুবই আনন্দিত বোধ করছি।’

একদল নৃত্যশিল্পী নেচে-গেয়ে অভ্যর্থনা জানান তাকে। এ সময় নোরা ফাতেহি নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘লাভলি এনার্জি গাইজ, লাভলি…’

বাংলাদেশের নারী ক্ষমতায়নে পরামর্শ কী? এমন প্রশ্নের জবাবে এই বলিউড তারকার ভাষ্য, ‘আমি নারীদের উদ্দেশে একটি কথা বলব আত্মবিশ্বাসী হও, নিজের ওপর আস্থা রাখো; নারীর ক্ষমতায়নে এটাই একমাত্র উপায়। নিজেকে শিক্ষিত করে গড়ে তোলো। শিক্ষা প্রতিষ্ঠানে যাও।’

তবে যে কারণে এত খ্যাতি, যে কারণে কোটি কোটি ভক্ত অনুষ্ঠানে সেই নাচই করতে দেখা যায়নি নোরাকে। নারীদের হাতে পুরস্কার তুলে দিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে।

জানা যায়, রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে থাকছেন নোরা। শনিবার বিকেলে তার বাংলাদেশ ছাড়ার কথা।

উল্লেখ্য, মরোক্কীয় বংশোদ্ভূত ভারতীয় নাগরিক নোরা ফাতেহির বর্তমানে বলিউডের সেরা নারী আইটেম গার্লদের একজন। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা ফাতেহি বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছ—‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’ প্রভৃতি। মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি।

শেয়ার করুন