পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সঙ্গে আফগানিস্তানের কান্দাহার প্রদেশকে সংযুক্ত করা চামান সীমান্ত ক্রসিংয়ে রোববার গোলাগুলির ঘটনায় এক সেনাসদস্যসহ দুই দেশের সাতজন নিহত হয়েছেন।
পাকিস্তান সেনাবাহিনী বলেছে, বেলুচিস্তান প্রদেশের চামান সীমান্ত ক্রসিংয়ের ওপার থেকে আফগান সীমান্তরক্ষী বাহিনী পাকিস্তানের বেসামরিক জনগণের ওপর কামান ও মর্টার থেকে নির্বিচারে ব্যাপক গোলাবর্ষণ করেছে। খবর রয়টার্সের।
এতে ছয় বেসামরিক নিহত ও ১৭ জন আহত হলে পাকিস্তানি সেনারা পাল্টা জবাব দেন।
সীমান্তে আফগানিস্তানের ভূখণ্ডের ভেতরে একটি নতুন চেকপোস্ট তৈরির সময় পাকিস্তানি বাহিনী নির্মাণকাজ বন্ধ রাখতে বললে এ নিয়ে সংঘর্ষ শুরু হয়।
চামান সীমান্ত ক্রসিং পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সঙ্গে আফগানিস্তানের কান্দাহার প্রদেশকে সংযুক্ত করেছে।
কান্দাহার পুলিশের মুখপাত্র হাফিজ সাবের জানিয়েছেন, পাকিস্তানি হামলায় এক আফগান সেনা নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন বেসামরিক।
কান্দাহার প্রদেশের কর্মকর্তা নূর আহমদ জানিয়েছেন, দুপক্ষের বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
উভয়পক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় চামান স্থলবন্দরের কার্যক্রম বেশ কয়েক ঘণ্টা বন্ধ ছিল, বৈঠকের পর স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হয়।