১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:৪২:২৯ পূর্বাহ্ন
মিতু হত্যায় স্বামী বাবুল আক্তারের বিচার শুরু
  • আপডেট করা হয়েছে : ১৩-০৩-২০২৩
মিতু হত্যায় স্বামী বাবুল আক্তারের বিচার শুরু

চট্টগ্রামের মাহমুদা আক্তার মিতু হত্যার ঘটনায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ সাত আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিন সোমবার দুপক্ষের শুনানি শেষে সাত আাসমির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ৯ এপ্রিল দিন ঠিক করে দিয়েছেন।

মামলার বাকি আসামিরা হলেন– মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, আনোয়ার হোসেন, এহতেশামুল হক ভোলা, শাহজাহান মিয়া, কামরুল ইসলাম ও খায়রুল ইসলাম।

২০১৬ সালে মিতু হত্যাকাণ্ডের পর তার স্বামী বাবুলই এ মামলা দায়ের করেছিলেন। পরে তাকেই এ মামলায় আসামি করা হয়। বাবুল আকতার দীর্ঘদিন ধরে জেল খাটছেন।

শেয়ার করুন