১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৫:২১:৪০ অপরাহ্ন
রাসিক নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির ১৬ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ
  • আপডেট করা হয়েছে : ০৫-০৬-২০২৩
রাসিক নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির ১৬ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ

দলের সিদ্ধান্ত অমান্য করে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির ১৬ নেতার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে। রোববার (৪জুন) রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুন অর রশিদের সাক্ষরিত সুপারিশপত্র বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠানো হয়েছে।


এই ১৬জন বিএনপির নেতা আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসাবে নির্বাচন অংশ নিয়েছেন।


সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য যাদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে তারা হলেন, রাজপাড়ার ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি বদিউজ্জামান বদি, ১১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আবু বকর কিনু, শাহমখদুম থানা বিএনপির সাবেক সহ-সভাপতি টুটুল, শাহমখদুম থানা বিএনপি সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটন, সাবেক মহানগর যুবদলের সভাপতি বেলাল হোসেন, যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রনি হোসেন রুহুল, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটু, ২২নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মির্জা রিপন, বোয়ালিয়া থানা (পুর্ব) সাবেক যুগ্ম আহ্বায়ক আলিফ আল মাহমুদ লুকেন, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ারুল আমিন আজব, মতিহার থানার সাবেক সহ-সভাপতি আশরাফুল হাসান বাচ্চু, মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মুসলিমা বেগম বেলী, বন ও পরিবেশক বিষয়ক সম্পাদক আলতাফুন নেসা পুতুল, মহানগর মহিলা দলের ১নং যুগ্ম সম্পাদক সামসুন নাহার, মহানগর মহিলা দলের সহ-সভাপতি শাহনাজ বেগম শিখা ও মহানগর মহিলা দলের ৪নং যুগ্ম সম্পাদক আয়েশা খাতুন মুক্তি।


সুপাশিপত্রে বলা হয়েছে, উপরোক্ত নেতৃবৃন্দ দলীয় সিদ্ধান্ত অমান্য করে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে এ সকলেই কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহন করেছে। সেহেতু উক্ত নেতৃবৃন্দের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য আহবান জানানো হলো।

শেয়ার করুন