১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৬:৪২:৫৬ অপরাহ্ন
অনলাইনে এশিয়া কাপের টিকিট যেখানে কাটবেন
  • আপডেট করা হয়েছে : ১২-০৮-২০২৩
অনলাইনে এশিয়া কাপের টিকিট যেখানে কাটবেন

‘হাইব্রিড মডেলে’ এবারের এশিয়া কাপ হচ্ছে পাকিস্তান–শ্রীলঙ্কায়। ১৬ তম সংস্করণের সূচি ইতিমধ্যে প্রকাশ করেছে এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আজ দল ঘোষণারও শেষ দিন। 


সাকিব আল হাসানকে অধিনায়ক রেখে আজ বাংলাদেশ দল ঘোষণা করেছে। সবার আগে পাকিস্তান ঘোষণা করেছে। একে একে আজকেই জানাবে যাবে টুর্নামেন্টে সুযোগ পাওয়া বাকি দলের স্কোয়াডও। তা জানতে একটু অপেক্ষা করতে হলেও টিকিট বিক্রি অবশ্য আজ শুরু হয়েছে। 


তবে পুরো টুর্নামেন্টের টিকিট বিক্রি অবশ্য শুরু হয়নি। শুধু পাকিস্তানে হওয়া ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। ১৫ বছর পর আবারও দেশে এশিয়া কাপ হওয়াকে সামনে রেখে সাশ্রয়ীমূল্যে টিকিটের দাম রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভিআইপি এবং প্রিমিয়াম টিকিটের দাম জানা গেছে। 


টিকিটের সর্বোচ্চ দাম হচ্ছে ১০ হাজার পাকিস্তানি রুপি এবং সর্বনিম্ন হচ্ছে ১৫০০ রুপি। এ ছাড়া ৮ হাজার ৫০০,৭ হাজার, ৬ হাজার, ৫ হাজার, ৪ হাজার এবং ২ হাজার ৫০০ রুপিতেও টিকিট কিনতে পারবেন দর্শকেরা। টিকিট কাটতে অনলাইনে বুকমি. পিকে (bookme. pk) ওয়েবসাইটে লগইন করতে হবে ক্রিকেটপ্রেমীদের।


শেয়ার করুন