১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৪:৩১:২৯ অপরাহ্ন
রাজশাহীতে এক রাতেই বিএনপির ৭৬ নেতাকর্মী গ্রেফতার
  • আপডেট করা হয়েছে : ২৯-১০-২০২৩
রাজশাহীতে এক রাতেই বিএনপির ৭৬ নেতাকর্মী গ্রেফতার

রাজশাহীতে হরতালের আগে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের ৭৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রাজশাহী মহানগর পুলিশই (আরএমপি) গ্রেফতার করেছে ৭০ জনকে। অন্য ছয়জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।


আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার জানান, হরতাল ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের ৭০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে আরএমপির বিভিন্ন থানা পুলিশ।


শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


এদিকে রাজশাহী জেলার পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান জানান, রাতে চারঘাট উপজেলায় নাশকতার পরিকল্পনা করার সময় বিএনপির ছয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


এদিকে রোববার সকাল থেকে সারা দেশে শুরু হয়েছে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল। তবে রাজশাহীতে এর তেমন কোনো প্রভাব পড়েনি।


তবে হরতালে মানুষের জানমালের নিরাপত্তা দিতে শহরের ১২টি পয়েন্টে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে।


শেয়ার করুন