বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন সোমবার বাঘা চারঘাটে অবরোধবিরোধী মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি’র দিক নির্দেশনায় কাভার্ড-পিকআপ ভ্যান ছাড়াও ৪ হাজারের বেশি মোটসসাইকেল নিয়ে দুটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করেন, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ, সৈনিক লীগ, মহিলা লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে নের্তৃত্ব দেন, বাঘা উপজেলার সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,চারঘাট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সাধারন সম্পাদক এরামুল হক। শোভাযাত্রা শেষে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশে বক্তব্য দেন নের্তৃবৃন্দ।
বক্তব্যকালে চারঘাট উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, বিএনপি-জামায়াতের অবরোধে জনগণের সাড়া নেই। আমরা আ’লীগের আদর্শের রাজনীতি করি। বিএনপি-জামায়াত যেন কোনো নৈরাজ্য করতে না পারে, সেজন্য আমরা রাস্তায় আছি, আগামীতেও থাকবো।
বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি’র দিক নির্দেশনায় দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে সজাগ রয়েছি,আগামীতেও থাকবো। বিএনপি-জামায়াত অবরোধ-হরতালের নামে বিক্ষিপ্তভাবে কোথাও যেন নৈরাজ্য সৃষ্টি করে জনগণের জানমালের ক্ষতি করতে না পারে, সে জন্য সকলকে সজাগ থাকতে হবে। বিএনপি-জামায়াতের উদ্দেশ্য তারা বলেন, চোরাগোপ্তা হামলা করে জনগণের সম্পদ নষ্ট করে আপনাদের কোনো লাভ হবেনা। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সেই নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শাহরিয়ার আলমকে আবার নির্বাচিত করে আওয়ামীলীগের বিজয় সুনিশ্চিত করবো।
অবরোধ বিরোধী মিছিল-সমাবেশে অন্যান্যর মধ্যে অংশ নেন, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, মাসুদ রানা তিলু, ওয়াহেদ সাদিক কবির, শহীদুজ্জামান শাহীদ, আবদুল কুদ্দুস, মামুন হোসেন, জিল্লুর রহমান, এনামুল হক, আবুদল মতিন, রিবন আহম্মেদ বাপ্পি, জাহিদুল ইসলাম, রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, আবদুর রহমান, নয়ন সরকার, আনোয়ার হোসেন মিল্টন, আজিজুল আযম, মুজিবুর রহমান, ফজলুর রহমান, যুবলীগ নেতা কামরুজ্জামান নিপন, শাহিনুর রহমান পিন্টু, তসিকুল ইসলাম, শাহিন আলম, সেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হোসেন, বিপ্লব হোসেন, ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সোহাগ, স্বদেশ আহম্মেদ, প্রমুখ প্রমুখ।
এদিকে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনেও মাঠে দেখা যায়নি তাদের ।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল পুলিশ সার্বক্ষনিক সতর্ক অবস্থানে ছিল। উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) শারমিন আখতার বলেন, তার নের্তৃত্বে গঠিত টিম মাঠে কাজ করেছে।