১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:৪৪:১০ পূর্বাহ্ন
রাজশাহী -১ আসনে জয়ের লক্ষে তৎপর ডালিয়া
  • আপডেট করা হয়েছে : ০১-০১-২০২৪
রাজশাহী -১ আসনে জয়ের লক্ষে তৎপর ডালিয়া

সন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনটি অন্যান্য আসনের চেয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে। রাজশাহীর সংসদীয় ৬টি আসনের মধ্যে এই আসনটিতে যেমন প্রার্থী সংখ্যা বেশি, তেমন রয়েছে আলোচনা-সমালোচনাও। এ আসনে ১১ জন প্রার্থীদের মধ্যে একজন চলচিত্র নায়িকা ভোটে অংশ নিয়েছেন। যার কারণে এ আসনের দিকে নজর সবার। অনেক আগে থেকেই এ আসনটির মাঠ গরম করে রেখেছেন প্রার্থীরা।


বিশেষ করে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীদের মধ্যে তিনজনকে ভোটে অংশ নিতে আদালত পর্যন্ত দৌঁড়াতে হয়েছে। আবার কেউ অনেক দেরিতে প্রার্থীতা ফেরত পেয়েছেন। তারপরও সব প্রার্থী আদাজল খেয়ে মাঠে নেমেছেন জয়ের মালা গলায় পরায় আশায়। তবে এ আসন থেকে আওয়ামী লীগের স্বতন্ত্র ৪ প্রার্থীর মধ্যে একজন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এখনো মাঠে আছেন তিন স্বতন্ত্র প্রার্থী। বলা যায়, এ আসনে নৌকার প্রার্থীকে তিনদিক থেকে ঘিরে ধরেছে এসব স্বতন্ত্র তিন প্রার্থী। তবে, এ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর চেয়ে স্বতন্ত্র প্রার্থীরা জনগনের নজরে এসেছে বলে জানাগেছে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে (তানোর - গোদাগাড়ী) রাজশাহী-১ আসনে প্রচারনার শেষ মুহুর্তে বেলুন প্রতিকে আয়েশা আক্তার ডালিয়া ব্যাপক প্রচার প্রচারনা চালাচ্ছেন তাতে তানোর গোদাগাড়ীতে সাধারন ভোটারদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। 


রাজশাহী-১ আসনে আওয়ামী লীগ থেকে বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী (নৌকা), মাহিয়া মাহি (ট্রাক) ও গোলাম রাব্বানী (কাঁচি), বিএনএম’র শামসুজ্জোহা বাবু (নোঙর), বিএনএফের আল-সাআদ (টেলিভিশন), তৃণমূল বিএনপির জামাল খান দুদু (সোনালী আঁশ), এনপিপির নুরুন্নেসা (আম), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ (ছড়ি), জাতীয় পার্টির শামসুদ্দীন (লাঙ্গল), আয়েশা আক্তার ডালিয়া (বেলুন), আখতারুজ্জামান আক্তার (ঈগল) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

শেয়ার করুন