বাবার হত্যার প্রতিবাদ ও বিচার নিয়ে আপনি শুরু থেকে সরব। সর্বশেষ কী জানতে পারলেন?
ডরিন: প্রমাণ না পাওয়া পর্যন্ত আমি মেনে নেব না আমার বাবাকে হত্যা করা হয়েছে। তারা বলতেছে, আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমি মানতেছি, কিন্তু আমার প্রমাণ লাগবে। কারণ হত্যা মামলা করতে হলে আমার প্রমাণ লাগবে। মামলাটা আমি সেভাবে করতে চাই, যেন তার বিচারও আমি পাই। তাই সুনির্দিষ্ট প্রমাণ আমাকে দিতে হবে।
ডরিন: আমার বাবার সঙ্গে তাদের ব্যবসায়িক কোনো বিষয়ের প্রশ্নই ওঠে না। তারা যখন ডিবির কাছে স্বীকারোক্তি দেয়, তখন আমি ডিবিতে প্রতিদিনই যেতাম। কেন তারা আমার বাবাকে হত্যা করেছে। তারা আমাকে একটা কথাই বলেছে, তারা প্রফেশনাল কিলার। তাদের আগের রেকর্ডেও দেখা যায় মানুষ হত্যা করেছে। জেলও খেটেছে। তারা টাকার জন্য হত্যা করেছে। তৃতীয়বারে গিয়ে নাকি হত্যা করেছে। তার আগে আরও দুইবার চেষ্টা করেছে। আগেই পরিকল্পনা করেছে। এটা রাজনৈতিক ইস্যুও হতে পারে। যেহেতু ভোটের আগে মারার জন্য তাঁর পেছনে ঘুরছে। ভোটের স্বার্থও এখানে আছে। ৩৫ বছর ধরে তিনি এখানে ভোটের রাজনীতি করতেছেন, অনেক শত্রুই কিন্তু তাঁর আছে। এই বিষয়টা খতিয়ে দেখা উচিত।