২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১০:২৭:৫২ অপরাহ্ন
পবা উপজেলায় আইডিইবির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
  • আপডেট করা হয়েছে : ২৯-০৮-২০২৫
পবা উপজেলায় আইডিইবির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর পবা উপজেলার নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। দেশের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা আরও জোরদার এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামকে বেগবান করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়। 


বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে পবা উপজেলা পরিষদে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক প্রকৌশলী তৈয়ব আলী মুকুল।



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইডিইবি রাজশাহীর আহ্বায়ক প্রকৌশলী এআর জামিল ইদি, সদস্য সচিব প্রকৌশলী আহসান হাবীব, যুগ্ন সদস্য সচিব প্রকৌশলী মো. শাহিনুল হক, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আরিফুজ্জামান সোহেল, সহযোগী সদস্য প্রকৌশলী মো: কামরুজ্জামান মিলন প্রমুখ।




এই সভায় প্রায় ১১০ জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন- প্রকৌশলী আবু বাশির এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী আবুল কাশেম। কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আব্দুল হান্নান চৌধুরী, যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী আবু সালেহ, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী এস এম মুদাস্বের রায়হান, অর্থ সম্পাদক প্রকৌশলী আহমেদ শরীফ পাভেল এবং সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী ফাহিম আল মুনতাসির। এছাড়াও সহযোগী সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন প্রকৌশলী মোসা. শামীমা আকতার, প্রকৌশলী রেজওয়ান মিষ্টি, প্রকৌশলী মো. নাদির হোসেন এবং প্রকৌশলী সাদ্দাম হোসেন।




প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী তৈয়ব আলী মুকুল বলেন, "আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত মান উন্নয়ন, অধিকার আদায় এবং প্রযুক্তিগত শিক্ষার প্রসারে একযোগে কাজ করে যাব। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই কমিটি সর্বদা সক্রিয় ভূমিকা পালন করবে।"

আইডিইবি রাজশাহীর আহ্বায়ক প্রকৌশলী এআর জামিল ইদি বলেন, এই কমিটি পবা উপজেলার সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একত্রিত করে তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কাজ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।

শেয়ার করুন