১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৯:৪০:৪২ অপরাহ্ন
বরিশালে উপজেলা নির্বাচনে প্রথম ঘণ্টায় কোনো কোনো কেন্দ্র-বুথে ভোট পড়েছে ১ শতাংশ
  • আপডেট করা হয়েছে : ০৫-০৬-২০২৪
বরিশালে উপজেলা নির্বাচনে প্রথম ঘণ্টায় কোনো কোনো কেন্দ্র-বুথে ভোট পড়েছে ১ শতাংশ

বরিশালে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে বুধবার সকাল ৮টা থেকে বাবুগঞ্জ, উজিরপুর ও বানারীপাড়ায় ভোটগ্রহণ চলছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল নামে মাত্র। কোনো কোনো কেন্দ্র-বুথে প্রথম ১ ঘণ্টায় ১ শতাংশ ভোট পড়েছে। তবে দিনের প্রথমভাগে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 


বাবুগঞ্জের চাঁদপাশা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. নুরুজ্জামন ফারুকী বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৭৮৬ জন। এখানকার ৫ নম্বর বুথে ৩৬৮ ভোটের মধ্যে সকাল ৯টা পর্যন্ত ১ ঘণ্টায় ভোটগ্রহণ হয়েছে মাত্র ১ টি। এ নিয়ে হতাশ প্রার্থীরাও


আধা কিলোমিটার দূরের চাঁদপাশা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার ৩ হাজার ৭৮৬ জন। সেখানে ভোট পড়েছে মাত্র ১ ভাগ।

 

বাবুগঞ্জের উপজেলা রিসোর্স সেন্টার ও সংলগ্ন ক্ষুদ্রকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মিজানুর রহমান বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৬৭ টি। প্রথম ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৮০ টি। ভোটের হার ৩ শতাংশ। 


এ কেন্দ্রে ভোট দিতে আসা আব্দুল আউয়াল ও কামাল হোসেন বলেন, মানুষ ভোট দিতে আসতেই চায় না। অনেকে বলে গিয়ে লাভ কী? কামাল বলেন, ইটভাটায় মজুরি খাটতে ৭০০ টাকা রেখে ভোট দিতে এসেছি। এই টাকা কে দিবে বলেন। 


শেয়ার করুন