১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৯:১২:০২ অপরাহ্ন
চারঘাটে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ
  • আপডেট করা হয়েছে : ০৫-০৬-২০২৪
চারঘাটে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে রাজশাহীর চারঘাটে চলছে ভোটগ্রহণ। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ কার্যক্রম।


জানা যায়, চারঘাটের মোক্তারপুর ও চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।


মূলত আনারস প্রতীকের প্রার্থী ফকরুল ইসলাম এবং ঘোড়া প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া বিপ্লবের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় সাবেক সংসদ সদস্য ও মোটরসাইকেল প্রতীকের সমর্থক রায়হানুল হক লাঞ্চিত হন। এছাড়া এক প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখলেরও অভিযোগ উঠেছে।


পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


তবে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আনোয়ারুল হক জানান, ভোট কেন্দ্রের ভেতরে কোনো বিশৃঙ্খলা হয়নি। বাইরে সমস্যা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।


শেয়ার করুন