২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ০৪:০২:২৯ অপরাহ্ন
ইসরায়েলি হামলায় জাবালিয়ায় ৪৮ ঘণ্টায় নিহত ৫০ শিশু
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২৪
ইসরায়েলি হামলায় জাবালিয়ায় ৪৮ ঘণ্টায় নিহত ৫০ শিশু

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার জাবালিয়ায় অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে গত ৪৮ ঘণ্টায় ৫০ জনের বেশি শিশু নিহত হয়েছে। রোববার (৩ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 


ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল হামলায় ৫০ জনের বেশি শিশু নিহতের তথ্য নিশ্চিত করেছেন। ইউনিসেফ এর নিন্দা জানিয়ে একে নির্বিচারে হামলা হিসেবে উল্লেখ করেছে।  


বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে একটি ভ্যাকসিনেশন সেটারে স্টান গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে করে অন্তত চার শিশু আহত হয়েছে। 


ক্যাথেরিন বলেছেন, জাবালিয়ায় ভ্যাকসিনেশন ক্লিনিক ও ইউনিসেফ স্টাফদের উপর যে আক্রমণ তা নির্বিচারে হামলার গুরুতর পরিণতির উদাহরণ।


তিনি ইসরায়েলকে এসব হামলার তদন্ত করার আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে তিনি দায়ীদের শাস্তির আওতায় আনতে বলেছেন। 


গত বছরের অক্টোবর থেকে গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ৪৩ হাজার ৩১৪ ফিলিস্তিনি। আহত হয়েছে এক লাখ দুই হাজার ১৯ জন। 


শেয়ার করুন