১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ০৪:৪৩:৩১ পূর্বাহ্ন
রাজশাহীতে মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৯ জন আটক
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৪
রাজশাহীতে মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৯ জন আটক

রাজশাহী মহানগরীতে পুলিশের  অভিযানে মোট ৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেন রাজশাহী নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) সাবিনা ইয়াসমিন।


মহানগরীর বিভিন্ন থানায় একযোগে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা থেকে ২ জন, চন্দ্রিমা থানা থেকে ১ জন, কাটাখালী থানা থেকে ২ জন, শাহমখদুম থানা থেকে ১ জন, পবা থানা থেকে ২ জন এবং কাশিয়াডাঙ্গা থানা থেকে ১ জনকে আটক করা হয়।


আটককৃতদের মধ্যে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধে অভিযুক্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ।


শেয়ার করুন