১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৯:২৯:৫১ অপরাহ্ন
শিবগঞ্জে নাগরিক সমাজ সংগঠনের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৪
শিবগঞ্জে নাগরিক সমাজ সংগঠনের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জে পল্লীশ্রী এনজিও'র হোপ প্রকল্পের আওতায় উপজেলা নাগরিক সমাজ সংগঠনের (সিএসও) ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকালে শিবগঞ্জ পৌরসভার হলরুমে আয়োজিত এ সভায় সমাজের নানা সমস্যার সমাধানে নাগরিক সমাজের ভূমিকা নিয়ে আলোচনা হয়।


সভায় সভাপতিত্ব করেন নাগরিক সমাজ সংগঠনের সভাপতি রত্না রানী। পল্লীশ্রী হোপ প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর তাইবাতুন নাহার প্রীতির সার্বিক পরিচালনায় আয়োজিত এ সভায় মানবাধিকার, বাল্য বিবাহ প্রতিরোধ, সামাজিক অসংগতি ও নারী নির্যাতন প্রতিরোধে নাগরিক সমাজের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


সভায় বিশেষভাবে অংশগ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুবির কুমার দত্ত এবং সদস্য রবিউল ইসলাম রবি, রাজিকুল ইসলাম রনি, কাজী সাইফুল ইসলাম, জান্নাতি, আয়েশা সিদ্দিকা খাতিজা, রুপা রানী, আশা আক্তার, তমা, আমিনুর, লিমা, সাহিদা ও প্রদীপ চক্রবর্তী প্রমুখ। এছাড়া পল্লীশ্রী এনজিও'র হোপ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর দেলোয়ার হোসেনও সভায় উপস্থিত ছিলেন।


সভার আলোচনায় সমাজে মানবাধিকার সুরক্ষা, বাল্য বিবাহ প্রতিরোধে প্রচেষ্টা, সামাজিক অসংগতি দূরীকরণ, এবং নারী নির্যাতন প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। উপস্থিত অতিথিরা বলেন, সমাজের এইসব সমস্যার সমাধানে নাগরিক সমাজের প্রত্যেক সদস্যকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তারা আরো বলেন, মানবাধিকার রক্ষা ও সমাজের অগ্রগতির জন্য সম্মিলিত প্রচেষ্টাই মূল চাবিকাঠি।


এই সভাটি নাগরিক সমাজকে সমাজ উন্নয়নে আরও আন্তরিকভাবে কাজ করতে উৎসাহিত করেছে এবং সমাজের সমস্যা সমাধানে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়েছে।







শেয়ার করুন