১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ০৭:২৫:৩৩ অপরাহ্ন
হত্যা মামলায় জ্যাকব তিন দিনের রিমান্ডে
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২৪
হত্যা মামলায় জ্যাকব তিন দিনের রিমান্ডে

রাজধানীর রূপনগর থানা এলাকায় শামীম হাওলাদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।


মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মো. জুনাইদ এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন মিয়া কারাগারে রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।


নথি থেকে জানা গেছে, গত ১ অক্টোবর ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।


এজাহার থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই রাজধানীর রূপনগর থানার প্রশিকা মোড় এলাকায় গুলিবিদ্ধ হন শামীম হাওলাদার। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীম মারা যান। এ ঘটনায় শামীমের চাচাতো ভাই সম্রাট হাওলাদার রূপনগর থানায় হত্যা মামলা করেন। এ মামলায় জ্যাকব ১২২ নম্বর আসামি।


শেয়ার করুন