১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ০৩:৪৭:০৯ পূর্বাহ্ন
সাফের সাধারণ সম্পাদক হেলালের হঠাৎ পদত্যাগ
  • আপডেট করা হয়েছে : ০৩-০৩-২০২৫
সাফের সাধারণ সম্পাদক হেলালের হঠাৎ পদত্যাগ

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন আনোয়ারুল হক হেলাল।


শুক্রবার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই পদত্যাগপত্র পাঠিয়ে দেন সাফের সদর দপ্তরে। ১ এপ্রিল থেকে আর সাফের সঙ্গে নেই হেলাল।


পদত্যাগপত্র দিলেও মার্চ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। এরপর এপ্রিল থেকে সাফে নতুন সাধারণ সম্পাদক দায়িত্ব গ্রহণ করবেন।


বিগত সময়ে সাফে সাধারণ সম্পাদক পদটি ছিল নির্বাচিত। ২০১৪ সাল থেকে সাফে বেতনভুক্ত সাধারণ সম্পাদক প্রথা শুরু হয়। বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাফুফের সাবেক সাধারণ সম্পাদক হেলাল গত এক দশক সাফের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।


শেয়ার করুন