২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ১১:১৯:১৮ অপরাহ্ন
চট্টগ্রামে ব্যাটিংয়েই জাকেরদের মূল ফোকাস
  • আপডেট করা হয়েছে : ২৭-০৪-২০২৫
চট্টগ্রামে ব্যাটিংয়েই জাকেরদের মূল ফোকাস

সিলেটের লাক্কাতুরার ভুলভ্রান্তি চট্টগ্রামের সাগরিকায় শোধরিয়ে প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে টাইগার বাহিনী। সে লক্ষ্যকে সামনে রেখে শনিবার (২৬ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারেরা কঠোর অনুশীলন করে প্রথম দিনের প্রস্তুতি সেরে নিয়েছে। 


তার আগে ভর দুপুরে টাইগার দলের উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক মুখোমুখি হন সাংবাদিকদের। সেখানে তিনি জানান, ব্যাটিংয়ে উন্নতি করে জয়ে ফেরাটাই তাদের এই ম্যাচে লক্ষ্য। বলেন, 'যেহেতু প্রথম টেস্টর ফল আমাদের পক্ষে যায়নি। আমরা আমাদের প্রক্রিয়ার মধ্যেই রয়েছি। সিলেট ম্যাচের পর টিম ম্যানেজমেন্টের সঙ্গে ক্রিকেটারদের বেশ আলাপ-আলোচনা হয়েছে। অবশ্যই ব্যাটিংয়ের জন্যই আমাদের ঐ ম্যাচটায় ভুগতে হয়েছিল। তাই আমাদের এই ম্যাচে লক্ষ্য একটাই ব্যাটিংটা ভালো করার। কারণ বেশির ভাগ ম্যাচেই আমরা এই কারণে ভুগি। তাই অবশ্যই চট্টগ্রামে টেস্টের আগে এখানেই আমাদের মূল ফোকাস।' 


এদিকে সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসরে। যে এক ফরম্যাট খেলছেন, সেই টেস্টেও রান পাচ্ছেন না মুশফিকুর রহিম। পঞ্চপাণ্ডবের একমাত্র ক্রিকেটার তিনি, যিনি দেশের হয়ে খেলতে নামেন এখনো। তবে ব্যাটে রান না থাকায় তাকে নিয়ে সমালোচনা কম হচ্ছে না। যদিও তার সতীর্থদের মুশফিকের রানখরা নিয়ে সমস্যা নেই এর। সিলেটে মুমিনুল হক সৌরভ তার সমর্থনেই কথা বলেছিলেন। এবার বন্দরনগরীতে এসে মুশফিকের পাশে দাঁড়ালেন জাকেরও। 


তিনি মনে করিয়ে দিয়েছেন, রান করার দায়িত্ব শুধু মুশফিকের নয়; প্রত্যেক ব্যাটারের। মুশফিক ফর্মে ফেরার জন্য অনেক পরিশ্রম করছেন বলেও জানান তিনি। বলেন, 'দলে তো তিনি (মুশফিক) একা খেলছেন না। হয়তো তিনি করছেন না, ঠিক আছে। যে কারোর সঙ্গেই হতে পারে। তারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কোনো কথা নেই। সবারই রান করতে হবে। 'মুশফিককে নিয়ে তিনি আরো বলেন, 'মুশফিক ভাই কঠোর পরিশ্রম করেন। এখনো করছেন (ছন্দে ফিরতে)। আসলে উনি থেমে নেই। উনিও পথ খুঁজছেন রানে ফেরার। আশা করি, খুব তাড়াতাড়ি তিনি এখান এটা থেকে বেরুতে পারবেন।' 


জাকেরের চাওয়া, রান আসুক বা না আসুক সবার মধ্যে যেন চেষ্টা থাকে, রান না করলেও অন্তত ঐ ফাইটটা শো করতে হবে। বলেন, 'ব্যাটসম্যান যতজন আছে, সবার দায়িত্ব নিতে হবে, রান করতে হবে। রান না করলেও অন্তত ঐ লড়াইটা দেখাতে হবে। হাসান যেমন সর্বশেষ ইনিংসে... ওর ব্যাটিং, ও যে লড়াইটা করেছে, ভালো লেগেছে। এরকম ইন্টেন্ট থাকল... সবাই প্রতিদিন রান করবে না। অন্তত সবাই যেন ওই চেষ্টাটা করে। সেটা করলেই বড় রান করা সম্ভব।' 


টেস্ট দলে অভিজ্ঞতার হিসেবে মুশফিকুর রহিমের পরেই রয়েছেন মুমিনুল হক সৌরভ। তার ব্যাটও খুব একটা ছন্দে নেই। উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারছেন না। এছাড়া বলার মতো তারকা সিনিয়র ক্রিকেটার আর নেই। তাই দল ঘরের মাটিতেও হামাগুড়ি দিচ্ছে তুলনামূলক কম শক্তির দলের বিপক্ষে। যদিও জাকের মনে করেন, এই অবস্থা থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব, তবে তার জন্য দলগতভাবে দায়িত্ব নিতে হবে, করতে হবে পারফরম। বলেন, 'আমাদের ভালো পারফরম্যান্স করা উচিত। কারণ ওপরে আর কিছু নেই। তো আমাদের সবার লক্ষ্য থাকবে ভালো পারফরম করার।'


শেয়ার করুন