০৫ মে ২০২৫, সোমবার, ০৪:৫৮:৩১ অপরাহ্ন
মাহরেজ-মেন্দিদের ভিন্ন রকম ‘ডাবল’
  • আপডেট করা হয়েছে : ০৫-০৫-২০২৫
মাহরেজ-মেন্দিদের ভিন্ন রকম ‘ডাবল’

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল আল নাসরকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল কাওয়াসাকি ফ্রনটেল। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে আরেক সৌদি ক্লাব আল আহলির সঙ্গে পেরে উঠল না জাপানের ক্লাবটি।


শনিবার রাতে জেদ্দায় একপেশে ফাইনালে কাওয়াসাকিকে ২-০ গোলে হারিয়ে প্রথমবার এশিয়ার সেরা হয়েছে আল আহলি। এর আগে তারা দুবার ফাইনালে (১৯৮৬ ও ২০১২) হেরেছিল। 


সৌদি আরবের ক্লাবটিকে এশিয়ার রাজা বানিয়ে নতুন ইতিহাস গড়েছেন আল আহলির তিন তারকা রবার্তো ফিরমিনো, এদুয়ার্দ মেন্দি ও রিয়াদ মাহরেজ। এই ত্রয়ীই প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ‘ডাবল’ জিতলেন।


ফিরমিনো লিভারপুলের হয়ে, মেন্দি চেলসির হয়ে ও মাহরেজ ম্যানসিটির হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন।


আল আহলির প্রথম এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় ভূমিকা রেখে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ফিরমিনো। টুর্নামেন্টে ছয় গোল করা ৩৩ বছর বয়সি এই ব্রাজিলীয় ফরোয়ার্ড ফাইনালে নিজে গোল না পেলেও গালেনো ও ফ্র্যাংক কেসির করা দলের দুটি গোলই বানিয়ে দেন।


শেয়ার করুন