হাইপারফরম্যান্স কিংবা ‘এ’ দলের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রত্যাশা করে, এখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে যেন কাজে লাগাতে পারেন ক্রিকেটাররা। আবার এখানে খেলে জাতীয় দলে সুযোগ পাওয়ার দাবি জানিয়ে রাখেন ক্রিকেটাররা। গত বছর এইচপি দল অস্ট্রেলিয়া সফর করেছিল। এবার অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি ২০ টুর্নামেন্টে খেলতে যাচ্ছে ‘এ’ দল। অধিনায়ক নুরুল হাসান সোহান জানালেন, এটা তাদের শিক্ষা সফর নয়, শিরোপা জয়ের জন্যই অস্ট্রেলিয়া যাচ্ছেন।
ডারউইনে এ টুর্নামেন্টে খেলতে দুই ধাপে আজ ও আগামীকাল ঢাকা ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ার নিয়মিত ক্রিকেট মৌসুমের বাইরে তিন বছর ধরে এ টুর্নামেন্টের আয়োজন করছে তারা। বাংলাদেশ গত আসরের ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে রানার্সআপ হয়েছিল। কাল মিরপুর স্টেডিয়ামে নুরুল হাসান বলেন, ‘শেখার প্রক্রিয়ায় বিশ্বাস করি না। কারণ আমরা শিখছিই। শেখাটা জীবনের অংশ। টুর্নামেন্টে খেলতে যাচ্ছি, আমাদের লক্ষ্য ফাইনালে খেলার। প্রত্যেক ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সবার লক্ষ্য ট্রফি জয়।’ এ টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার চারটি দল ছাড়াও পাকিস্তান ‘এ’ দল ও নেপালের জাতীয় দল অংশ নেবে। নুরুল বলেন, ‘অনেক ভালো দল রয়েছে এ টুর্নামেন্টে। পাকিস্তান ‘এ’ দল আছে, নেপাল জাতীয় দল, ওখানকার দলগুলো। সবাই ভালো দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে। ওদের কন্ডিশনে ভালো করার সুযোগ আমাদের সামনে।’
সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি প্রশ্ন হয় জাতীয় দলের ভাবনা নিয়ে। ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চাহিদার শীর্ষে থাকেন তিনি। ‘এ’ দলে তার নাম সবার আগে আসে। কিন্তু পারফর্ম করেও জাতীয় দলে ফিরতে পারছেন না। নিজেকে নিয়ে কী ভাবছেন? নুরুল বলেন, ‘জাতীয় দলে সুযোগ পাওয়া আসলে আমার হাতে নেই। যেখানে যখন খেলছি, ভালো করার চেষ্টা করছি। নিজের জায়গা থেকে আরও উন্নতি করার চেষ্টা করছি। অবশ্যই বাংলাদেশ দলের হয়ে খেলা গর্বের ব্যাপার। জাতীয় দলে খেলার জন্যই স্বপ্ন দেখেছি, এখনো দেখছি। সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
অস্ট্রেলিয়া সফরে ভালো করলে এশিয়া কাপের দলে জায়গা পাওয়ার সুযোগ পেতে পারেন। এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রাথমিক দলে আছেন তিনি। অস্ট্রেলিয়ায় ‘এ’ দলের প্রথম ম্যাচ ১৪ আগস্ট পাকিস্তানের (এ-দল) বিপক্ষে। এরপর ১৬ আগস্ট নেপাল, ১৭ আগস্ট পার্থ স্কর্চার্স, ১৯ অগাস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, ২১ আগস্ট মেলবোর্ন স্টার্স এবং ২৩ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ। এরপরই সেমিফাইনাল ও ফাইনাল। সফরে একটি চারদিনের ম্যাচও খেলবে বাংলাদেশ ‘এ’ দল।