চোটের কারণে লিওনেল মেসিকে ছাড়াই লিগস কাপের ম্যাচে আজ (বৃহস্পতিবার) মেক্সিকান ক্লাব পুমাসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। তবে আর্জেন্টাইন মহাতারকা মেসির অভাব টের পেতে দেননি রদ্রিগো ডি পল, লুইস সুয়ারেজরা। ম্যাচে পুমাসকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে এমএলএসের ক্লাব মায়ামি।
ফ্লোরিডার ক্লাবটি অবশ্য শুরুটা ভালো করতে পারেনি।
ম্যাচের মাত্র ৩৪ মিনিটেই পিছিয়ে পড়ে মায়ামি। পুমাসের হয়ে জর্জ রুভালকাবা দারুণ এক কাউন্টার অ্যাটাকে এগিয়ে দেন দলকে। তবে প্রথমার্ধেই সমতায় ফেরে মায়ামি। ইয়ানিক ব্রাইটের পাস থেকে বল পেয়ে বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় গোল করেন রদ্রিগো ডি পল।
অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে আসার পর এমএলএসে এটাই তার প্রথম গোল। আগের ম্যাচেই করেছিলেন একটি অ্যাসিস্ট।
দ্বিতীয়ার্ধে মায়ামির আধিপত্য আরো স্পষ্ট হয়। ৫৯ মিনিটে প্রতিপক্ষ বক্সে ফাউলের কারণে পেনাল্টি পায় মায়ামি।
সেটি থেকে দুর্দান্ত এক পানেনকা স্টাইলে গোল করেন সুয়ারেজ। এরপর ৭০ মিনিটে আবার আলো ছড়ান বার্সেলোনার সাবেক এই স্ট্রাইকার। ডিফেন্সচেরা পাসে খুঁজে নেন তাদেও আয়েন্দেকে। তিনি মায়ামির হয়ে ব্যবধান ৩-১ করেন।
শেষদিকে আরো কয়েকটি সুযোগ পেয়েছিল মায়ামি।
বেঞ্জামিন ক্রেমাশ্চি ও আয়েন্দে কাছাকাছি গিয়ে সুযোগ হাতছাড়া না করলে জয়টা আরো বড় হতে পারত।