জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে রাজশাহীতে এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখা। বুধবার (২ জুলাই) দুপুরে নগরীর শিরোইল এলাকায় দাওয়াতুল ইসলাম ট্রাস্ট পরিচালিত এতিমখানায় এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। শুরুতে শহীদ আলী রায়হান, সাকিব আনজুমসহ জুলাই অভ্যুত্থানের শহীদ তরুণদের আত্মত্যাগ স্মরণ করা হয় এবং তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলী।
তিনি বলেন, “যাদের আত্মত্যাগে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের স্বপ্ন পূরণে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।”
অনুষ্ঠানে মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল বলেন, “জুলাইয়ের চেতনায় আমরা উজ্জীবিত। কোনো ফ্যাসিস্ট শক্তির হাতে দেশ তুলে দেওয়া হবে না।”
আরও বক্তব্য দেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. শাহাদাৎ হোসাইন, অধ্যাপক আব্দুস সামাদ, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান সোহেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগরের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার।