০৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ০৭:২৪:১৮ অপরাহ্ন
লারার রেকর্ড না ভেঙেও ইতিহাস মুল্ডারের
  • আপডেট করা হয়েছে : ০৮-০৭-২০২৫
লারার রেকর্ড না ভেঙেও ইতিহাস মুল্ডারের

৩৬৭ রানে অপরাজিত থেকে উইয়ান মুল্ডার যখন মধ্যাহ্নবিরতিতে যান, পুরো ক্রিকেটবিশ্ব তখন তার বিশ্বরেকর্ড দেখার অপেক্ষায়। ক্যারিবিয়ান গ্রেট ব্রায়ান লারা হয়তো বার্তা পাঠিয়ে তাকে অভিনন্দন জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন।


২০০৪ সালে অ্যান্টিগায় ইংল্যান্ডের বিপক্ষে লারার অপরাজিত ৪০০ রান টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। সেই রেকর্ড ভাঙতে সোমবার বুলওয়াতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয়দিনের দ্বিতীয় সেশনে মুল্ডারের দরকার ছিল আর ৩৪ রান। কিন্তু সবাইকে হতবাক করে লারার রেকর্ড ভাঙার চেষ্টাই করলেন না দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক।


বিরতির পর আর ব্যাটিংয়ে না নেমে নিজেকে ৩৬৭ রানে অপরাজিত রেখে পাঁচ উইকেটে ৬২৬ রানে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ঘোষণা করে দেন মুল্ডার! তার এমন ব্যাখ্যাতীত সিদ্ধান্তে অক্ষত থেকে গেল লারার রেকর্ড।


চারশর হাতছানিতে সাড়া না দিলেও ৩৩৪ বলে ৩৬৭* রানের মহাকাব্যিক ইনিংসে অনেক রেকর্ডই ভেঙেছেন ২৭ বছর বয়সি মুল্ডার। সব মিলিয়ে এটি টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ ও দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। প্রোটিয়াদের আগের রেকর্ড ছিল হাশিম আমলার ৩১১*। 


টেস্ট নেতৃত্বের অভিষেকে ট্রিপল সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার মুল্ডার। আফ্রিকা মহাদেশে এটিই প্রথম ট্রিপল সেঞ্চুরি। বলের হিসাবে যা টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ২৯৭ বলে ৩০০ পূর্ণ করেন মুল্ডার।


পরে বল হাতেও দুই উইকেট নেন মুল্ডার। শন উইলিয়ামসের ৫৫ বলে ৮৩* রানের ঝড়ো ইনিংসের পরও প্রথম ইনিংসে ১৭০ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়েছে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ৫১ রানে দ্বিতীয়দিন শেষ করা স্বাগতিকদের ইনিংস হার এড়াতে প্রয়োজন আরও ৪০৫ রান।


শেয়ার করুন