০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ০১:৩২:১৭ অপরাহ্ন
ইতিহাসের সামনে শুবমান গিল
  • আপডেট করা হয়েছে : ৩১-০৭-২০২৫
ইতিহাসের সামনে শুবমান গিল

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ টেস্টে ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন ভারতের অধিনায়ক শুবমান গিল। লর্ডসে ব্যর্থ হলেও ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে আবারও আলোচনায় এসেছেন এই ব্যাটার। ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে নেমে রেকর্ড বই নতুন করে লিখতে পারেন তিনি।


সিরিজের প্রথম দুই টেস্টেই ছিলেন দুর্দান্ত ফর্মে। এক ডাবল সেঞ্চুরি ও দুটি সেঞ্চুরিতে করেছিলেন ৫৮৫ রান। কিন্তু তৃতীয় টেস্টে লর্ডসে দুই ইনিংসে ১৬ ও ৬ রানে ফিরলে তার রেকর্ড যাত্রায় পড়ে ছন্দপতন। এরপর ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ইনিংসে মাত্র ১২ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করে আবারও নাম লেখান বেশ কয়েকটি রেকর্ডে।


এখন পর্যন্ত সিরিজের চার টেস্টে গিলের সংগ্রহ ৭২২ রান। সিরিজের শেষ টেস্টে জয়ের মাধ্যমে সিরিজ ড্র করাই তার মূল লক্ষ্য হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে তার সামনে রয়েছে একাধিক ঐতিহাসিক রেকর্ড ছোঁয়ার সুযোগ।


মাত্র ১১ রান করলেই গিল ছুঁয়ে যাবেন সুনিল গাভাস্কারের ৪৬ বছরের পুরোনো রেকর্ড। ১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ টেস্টের সিরিজে অধিনায়ক হিসেবে গাভাস্কার করেছিলেন ৭৩২ রান। সেই রেকর্ড পেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গিলের, তাও আবার ওভালের প্রথম ইনিংসেই।


এছাড়া অধিনায়ক হিসেবে ভারতের হয়ে এক সিরিজে সর্বোচ্চ রান করার আরেকটি রেকর্ডও ছুঁয়ে ফেলার পথে তিনি। ১৯৭১ সালে অভিষেক সিরিজে গাভাস্কার করেছিলেন ৭৭৪ রান, যা এখনও দেশের সর্বোচ্চ। গিলের লাগবে আর মাত্র ৫৩ রান।


বিশ্বরেকর্ডও আর বেশি দূরে নয়। অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানের তালিকায় তিনি এখন চতুর্থ স্থানে, স্যার গ্যারি সোবার্সের সঙ্গে যৌথভাবে। মাত্র ১১ রান করলেই তিনি তিনে উঠে যাবেন গাভাস্কার ও ডেভিড গাওয়ারকে পেছনে ফেলে। দুই নম্বরে থাকা গ্রাহাম গুচের রান ৭৫২। আর শীর্ষে রয়েছেন টেস্ট কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান, যিনি ১৯৩৬-৩৭ অ্যাশেজ সিরিজে করেছিলেন ৮১০ রান। ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যেতে গিলের লাগবে মাত্র ৮৯ রান।


এই ম্যাচে আরও একটি সেঞ্চুরি করতে পারলে গিল গড়বেন এক অনন্য বিশ্বরেকর্ড। অধিনায়ক হিসেবে এক সিরিজে পাঁচটি সেঞ্চুরির কীর্তি আগে কখনও দেখেনি টেস্ট ক্রিকেট। বর্তমানে তিনি চারটি সেঞ্চুরি নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন ব্র্যাডম্যান ও গাভাস্কারের সঙ্গে। আর যদি পঞ্চম সেঞ্চুরিটি করতে পারেন, তাহলে স্পর্শ করবেন ৭০ বছর আগের একটি রেকর্ড—এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির। এই রেকর্ডটি এখন পর্যন্ত একমাত্র আছে ওয়েস্ট ইন্ডিজের স্যার ক্লাইড ওয়ালকটের দখলে, যিনি ১৯৫৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ৫টি সেঞ্চুরি।


সামনে ইতিহাসের হাতছানি। গিল পারবেন কি নতুন মাইলফলক গড়তে? উত্তর দেবে ওভালের পাঁচ দিন।


শেয়ার করুন