১৬ অগাস্ট ২০২৫, শনিবার, ১০:৫৬:২৮ অপরাহ্ন
৬৫০ কৃতী শিক্ষার্থীকে দুর্নীতি না করার শপথবাক্য পড়ালেন ইউপি চেয়ারম্যান
  • আপডেট করা হয়েছে : ১৬-০৮-২০২৫
৬৫০ কৃতী শিক্ষার্থীকে দুর্নীতি না করার শপথবাক্য পড়ালেন ইউপি চেয়ারম্যান

‘লেখাপড়া শিখে মানুষ হব, মা-বাবাকে সম্মান করব, দেশের জন্য কাজ করব, কোনো দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না’—এমন শপথ নিয়েছেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের ১৩টি মাধ্যমিক ও দাখিল মাদরাসার ৬৫০ জন কৃতী শিক্ষার্থী। 


শনিবার (১৬ আগস্ট) দুপুরে বড়বিল ইউনিয়ন পরিষদ চত্বরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ শপথবাক্য পাঠ করান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) অ্যাডভোকেট মো. সামছুল হুদা।


জানা যায়, ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সামছুল হুদার ব্যক্তিগত অর্থায়নে ওই ইউনিয়নের ১৩টি মাধ্যমিক ও দাখিল মাদরাসার ২০২৫ ব্যাচের ৩০০ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও টি-শার্ট প্রদান করা হয়। এ ছাড়া ২০২৬ ব্যাচের ৩৫০ জনকে স্কুল ব্যাগ ও টি-শার্ট প্রদান করা হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর ও সরকারের অতিরিক্ত সচিব মো. আখতারুজ্জামান সাজু ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা, কারমাইকেল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মিজানুর রহমান। 


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আখতারুজ্জামান সাজু শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘লেখাপড়া করে তোমরা কী হতে চাও, সেই লক্ষ্যটা নির্ধারণ করতে হবে। বাবা-মায়ের এত ধন-সম্পদ নেই, টাকা নেই এই বলে মনোবল হারানো যাবে না। শত অভাবের মাঝেও মনোবল শক্ত করে লেখাপড়া চালিয়ে যেতে হবে।


তিনি আরো বলেন, ‘কিছু শিখতে হলে অবশ্যই ভালোমানের স্কুল-কলেজে ভর্তি হতে হবে। প্রাইভেট না পড়লে ভালো ফলাফল করা যাবে না, এটা আমি বিশ্বাস করি না। কারণ আমি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় অতিবাহিত করেছি, কখনো প্রাইভেট পড়িনি। আজ আমি অতিরিক্ত সচিব হয়েছি।


তোমরাও মনোবল না হারিয়ে চেষ্টা করবা, একদিন আমার অবস্থানেসহ সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে স্থান করে নিবা।’


শেয়ার করুন