২৩ অগাস্ট ২০২৫, শনিবার, ১০:২৫:০৬ পূর্বাহ্ন
রাজশাহীতে জাল নোটসহ আটক ১
  • আপডেট করা হয়েছে : ২০-০৮-২০২৫
রাজশাহীতে জাল নোটসহ আটক ১

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাঁঠালবাড়িয়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে মঙ্গলবার বিকালে নগদ টাকার ভিতরে নকল জাল নোট প্রস্তুত ও বিপণনকারী প্রতারক চক্রের মূলহোতা শহিদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার হাট বাকইল এলাকার মৃত সেলিম রেজার ছেলে। এসময় তার নিকট থেকে ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।


র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাঁঠালবাড়িয়া নামক এলাকায় একটি প্রতারক চক্রের কিছু অসাধু সদস্য নগদ টাকার বান্ডিলের ভাজে নকল জাল টাকা বিপণন করে জনসাধারণকে প্রতারিত করে আসছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল চক্রটির গতিবিধি পর্যবেক্ষন শুরু করে এবং অভিযান পরিচালনা করে। এসময় জাল নোটসহ একজনকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তারকৃত শহিদুল জালনোট প্রস্তুত ও বিপণনকারী প্রতারক চক্রের সদস্য। সে দীর্ঘদিন যাবত জাল টাকার নোট একটি চোরাচালান সিন্ডিকেটের মাধ্যমে প্রস্তুত ও বিপণন করে আসছিলো। তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


শেয়ার করুন