১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৮:৪৯:০৮ অপরাহ্ন
‘হিজাব নিষিদ্ধের’ বিরুদ্ধে আপিল, যে রায় দিল ভারতের সুপ্রিম কোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-১০-২০২২
‘হিজাব নিষিদ্ধের’ বিরুদ্ধে আপিল, যে রায় দিল ভারতের সুপ্রিম কোর্ট

ভারতের কর্ণাটকে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে করা আপিল নিয়ে বৃহস্পতিবার দ্বিধা বিভক্ত রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। 

বিচারপতি হেমন্ত গুপ্ত আপিল খারিজ করে দিয়েছেন। অন্যদিকে বিচারপতি শুধাংশু ধুলিয়া আপিল বজায় রেখেছেন। খবর এনডিটিভির। 

জানুয়ারি কর্ণাটকের একটি কলেজে হিজাব পরিহিতা ছাত্রীদের প্রবেশে বাধা দেওয়া হয়। এরপর আরেকটি কলেজে একই ঘটনা ঘটে। 

হিজাব নিয়ে বিতর্কের জেরে ৫ ফেব্রুয়ারি কর্ণাটকের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে  হিজাবসহ ধর্মীয় পোশাকের ওপর নিষেধাজ্ঞা দেয় কর্ণাটক সরকার। এর বিরুদ্ধে কর্ণাটক সুপ্রিম কোর্টে আপিল করা হয়। ১৫ মার্চ কর্ণাটক হাইকোর্টের গঠিত বেঞ্চ এই ‘নিয়ম’ বহাল রাখে এবং আপিল খারিজ করে দেয়। 

এরপর বিষয়টি ভারতের সুপ্রিম কোর্টে যায়। কিন্তু সুপ্রিম কোর্ট হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে পরিস্কার কোনো রায় দিল না।

এখন হিজাব ইস্যুটি যাবে ভারতের প্রধান বিচারপতির কাছে। তিনি অন্তত তিন সদস্যের একটি বেঞ্চ গঠন করবেন। তারাই এখন বিষয়টির সুরাহা করবেন। 

কর্ণাটকের একজন মন্ত্রী বলেছেন, যেহেতু সুপ্রিম কোর্ট দ্বিধা বিভক্ত রায় দিয়েছে ফলে কর্ণাটক হাইকোর্টের দেওয়া হিজাব নিষিদ্ধের রায়টি বহাল থাকবে। তাই কর্ণাটকের শিক্ষার্থীরা হিজাব পরে ক্লাসে যেতে পারবেন না। 

কর্ণাটকের শিক্ষামন্ত্রী বিসি নাগেস সুপ্রিম কোর্টের দ্বিধা বিভক্ত রায় নিয়ে বলেছেন, সুপ্রিম কোর্টের বিচারকে আমরা স্বাগত জানাই। বিষয়টি এখন বৃহত্তর বেঞ্চে যাবে। কর্ণাটক সরকারের আরোপ করা হিজাব নিষিদ্ধের বিষয়টি বহাল থাকবে।   

শেয়ার করুন