১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ০৮:৪৩:১৩ অপরাহ্ন
বুকে বাঁশ ঢুকে ভ্যানচালকের মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ৩০-০৫-২০২২
বুকে বাঁশ ঢুকে ভ্যানচালকের মৃত্যু বুকে বাঁশ ঢুকে ভ্যানচালকের মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে বুকে বাঁশ ঢুকে আব্দুর রহিম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন।

সোমবার দুপুরে উপজেলার মূলঘর এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

আব্দুর রহিম ওই এলাকার কদম আলী হাওলাদারের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক। 

মোল্লারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. খায়ের বলেন, দুপুরে আব্দুর রহিম ভ্যান নিয়ে উপজেলার ফলতিতা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মূলঘর হাইওয়ে থেকে নামার সময় অপর একটি ভ্যানে থাকা বাঁশ আব্দুর রহিমের বুকের ঢুকে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে বলে জানান তিনি। 

শেয়ার করুন